বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে ড. ইউনূসের সহযোগিতা চায় রাশিয়া

দেশে এখন
0

গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চায় দেশটি। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

গ্যাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাস মজুত অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে, গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরো অনুসন্ধানের জন্য পাঁচটি নতুন কূপ চিহ্নিত করেছে।

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৩০ হাজার টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া। বৈঠকে বাণিজ্য সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মুক্তিযুদ্ধ-পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য প্রধান উপদেষ্টা রাশিয়াকে ধন্যবাদ জানান।

ইএ