ডিসেম্বরেই নির্বাচন করতে চায় কমিশন: সিইসি

দেশে এখন
0

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দীন বলেন, 'ডিসেম্বরেই নির্বাচন করতে চায় ইসি। এ সময়সীমা বাড়ানোর কোনো লক্ষ্য আপাতত নেই।' ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের পর একথা জানান তিনি।

আজ (সোমবার, ১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ে প্রবেশ করেন সারাহ কুক।

২০২৩ সালের পর অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম নির্বাচন কমিশনে গেলেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনের সাথে। প্রায় এক ঘণ্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, 'যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে তারা।'

পরে সিইসি বলেন, 'একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।' এসময় আবারো প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কথা জানান তিনি।

ইএ