আজ (শুক্রবার, ৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু করে হিযবুত তাহরীর।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। মিনিট ১৫ নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এ সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।
সেখানে দু’পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদের ইট পাটকেল ছুড়তে দেখা যায়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা হিযবুত তাহরীরের কয়েকজনকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা পরে জানানো হবে।