পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, ৫০০ যাত্রী জিম্মি

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক
পাকিস্তানে ট্রেন হাইজ্যাক | এখন
0

অন্তত ৫শ' যাত্রীকে জিম্মি করে পাকিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এসময় গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

অন্তত ৫শ' যাত্রীকে জিম্মি করে পাকিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এসময় গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আজ (মঙ্গলবার, ১১ মার্চ) বিকেলে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিলো জাফর এক্সপ্রেস।

বেলুচিস্তানের বোলান জেলার একটি টানেলে প্রবেশের সময় বিস্ফোরণের মাধ্যমে রেললাইন উড়িয়ে দেয়া হয়। এসময় ট্রেনটি লক্ষ্য করে অতর্কিত গুলি ছোঁড়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে ট্রেনের চালক সহ অনেকে আহত হন। এরপরই যাত্রীবাহী ট্রেনটি অস্ত্রের মুখে হাইজ্যাক করা হয়। বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী উদ্ধার অভিযান চালালে হত্যা করা হবে সকল জিম্মিকে।

এখন পর্যন্ত সরকারের কাছে কোনো দাবি উত্থাপন করা হয়নি। এদিকে পাকিস্তানের সরকার কিংবা গণমাধ্যম কেউই ট্রেন হাইজ্যাকের বিষয়টি নিশ্চিত করেনি।

ডনের প্রতিবেদন বলছে, সন্ত্রাসীদের হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ট্রেনটি আটকে রাখা হয়েছে।

সেজু