তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম

দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম। গতকাল (মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি) মো. নাহিদ ইসলাম এই দায়িত্ব থেকে পদত্যাগ করায় তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের সাথে।

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। তার ছেড়ে দেয়া দুটি মন্ত্রণালয়ই তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা হয় প্রধান উপদেষ্টার দপ্তরের সাথে।

আরো পড়ুন: পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

এরই একদিনের মাথায় আজ সন্ধ্যায় মন্ত্রণালয় দুটি পুনর্বণ্টন করা হলো। এর মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে মাহফুজ আলমকে। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দপ্তরেই সংযুক্ত করা হলো।

আরো পড়ুন: ‘সরকার থেকে বিদায় নিচ্ছি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে’

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পরই মূলত দুটি মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কে আসছেন— তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদিও এই আলোচনায় তিনজন ব্যক্তির কথা বলা হয়েও সেখানে ছিলেন মাহফুজ আলমও।

ইএ