আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

রাজনীতি
দেশে এখন
0

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশের মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে।’

কিছু মানুষ ও রাজনীতিবিদ স্বস্তিতে থাকলেও দেশের সকল মানুষ স্বস্তিতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে।’

এ সময় তিনি সকলের প্রতি সমন্বয়ের সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান। বহুমাত্রিক সংস্কৃতি নষ্টে কোনো ষড়যন্ত্র চলছে সেটিও খতিয়ে দেখার কথা জানান বিএনপির এ নেতা। অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ২ জনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।

এএইচ