তিনি বলেন, ‘সারাদেশের মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে।’
কিছু মানুষ ও রাজনীতিবিদ স্বস্তিতে থাকলেও দেশের সকল মানুষ স্বস্তিতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে।’
এ সময় তিনি সকলের প্রতি সমন্বয়ের সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান। বহুমাত্রিক সংস্কৃতি নষ্টে কোনো ষড়যন্ত্র চলছে সেটিও খতিয়ে দেখার কথা জানান বিএনপির এ নেতা। অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ২ জনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।