দেশব্যাপী চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা জেলা বিএনপি আয়োজনে সমাবেশ।
কর্মসূচিতে অংশ নিতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাঠে নেতাকর্মীদের ভিড়। শেষ বিকেলে পরিপূর্ণ হয়ে উঠে সমাবেশ স্থল ও এর আশপাশের এলাকা।
সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি উঠে আসে নেতাদের বক্তব্যে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, চাঁদাবাজ-দখলদার আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না। এসময় স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, 'সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে।'
জানান, যতদিন সরকার নির্বাচনের পক্ষে থাকবে ততদিন বিএনপি সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি পরস্পর কাঁদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আমি রাজনৈতিক দলগুলোকে বলবো যারা বলছেন যে, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই দেশকে র ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিবেন না।'
এদিকে দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ নগরীর সার্কিট হাউজ ময়দান। অংশ নেন জেলা ও বিভাগীয় বিএনপির নেতারা।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, সংস্কারের নামে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি।
তারেক রহমান বলেন, 'সংস্কারের কথা বলেছে, কিন্তু সংস্কার নিয়ে আমরা প্রতিদিনই শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো অর্থাৎ দেশের মানুষের সমস্যাগুলো সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সমস্যা সমাধান হোক বা স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক, সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে বিএনপিই সরকার পরিচালনার দায়িত্ব পাবে।'
সারাদেশে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য মানুষকে নেতৃত্বে আনার কথা জানান তারেক রহমান।
তিনি বলেন, 'যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা সর্বনাশের যে খাদের কিনারায় বাংলাদেশ চলে গিয়েছে, সেই কিনারা থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হবো।'
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে রোজায় দুর্ভোগ আরও বাড়বে উল্লেখ করে দ্রুতই সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।