আইএসপিআর জানায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত কক্সবাজারের বিমান ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।
স্থানীয় সূত্র জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে কারা এবং কখন— এ হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।—বিজ্ঞপ্তি