ছাত্রশিবিরের গুপ্তরূপ পরিহার করে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে ফেরার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দেশে এখন
0

গুপ্তরূপ পরিহার করে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতিতে ফিরতে ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর শিবিরের মারধর ও রগ কাটতে চাওয়ার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না মন্তব্য করে আবু বাকের মজুমদার বলেন, 'যারা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনিভাবে ব্যবস্থা নিতে হবে। যারা ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হয়েছে, তারাই এখন নিপীড়ন চালাচ্ছে।'

যারা ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হয়েছে, তারাই এখন নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা বলেন, পুনরায় ফ্যাসিবাদ গড়তে চাইলে প্রতিরোধ করবে ছাত্রজনতা। ভবিষ্যতে যাতে শিক্ষাঙ্গনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেবিষয়ে দায়িত্বশীলদের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

ইএ