‘যারা এখনো অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত’

0

অভ্যুত্থান শেষ হলেও লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শিক্ষাপ্রতিষ্ঠানে যে রক্ত ঝরছে, তা প্রাসঙ্গিক কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, 'যারা এখনো অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।'

আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, 'জুলাই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হলে যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।'

যদি আগামীতে কারো কাজ ফ্যাসিস্ট আচরণের বহি:প্রকাশ ঘটে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও এ সময় তিনি হুঁশিয়ারি দেন।

বক্তব্যে সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান সারজিস।

ইএ