'নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্রের ডালপালা বাড়বে'

দেশে এখন
0

যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরো বলেন, 'নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্রের ডালপালা বাড়বে।' এদিকে অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া জাতি অন্য কিছু মেনে নেবে না।

জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশাপাশি অন্তত ৬ জন সাংবাদিক নিহত হয়, আহত হয় প্রায় ৬শ' সাংবাদিক।

এমন প্রেক্ষাপটে আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যেই পরিবারগুলো খুনের শিকার হয়েছে। গুম হয়েছে। তাদের আগ্রহ, চিন্তা, আকাঙ্ক্ষা এই দলের প্রতি এইটা আমরা বিএনপি পরিবারের দায়িত্বে থাকা। আর বিএনপি পরিবারের দায়িত্ব হলো তাদের পাশে থেকে এই কাজগুলো করে যাওয়া।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ফিরে এলে স্বাধীনতা-সার্বভৌমত্বের কোন চিহ্ন রাখবে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনার অনুশোচনা নেই। গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন। যার ফলে তাদের কোনো লজ্জা শরম নেই। ভিন দেশের প্রধানমন্ত্রীর কাছে এইরকম জঘন্য আকুতি করতে পারে। এরপরে ওদের দেশপ্রেম বলে কিছু নেই।’

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা ছড়াবে। যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া যাবে তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, ‘জনগণই বেছে নিবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনায়। কাজেই এই বিষয় যত দেরি হবে আমরা মনে করি সমস্যা আরো বাড়বে।’

এসময় আহত চিত্র সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির নেতাকর্মীরা।

ইএ