জানা গেছে, ভবনটির ছাদে একুশে টেলিভিশন ও একই ভবনের অন্য প্রতিষ্ঠানের অন্তত ৬০ থেকে ৭০ জন আটকা পড়ে আছে।
তাৎক্ষণিক বক্তব্যে প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীর টাওয়ার নামের ১১ তলা ভবনের নিচ তলার কফি হাউজে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, রাত ৮টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটির ২টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ শুরু করে।
তবে আগুন লাগার কারণ বা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। আগুনের ঘটনায় ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, একুশে টিভি ভবনের আগুন নেভাতে তেজগাঁও থেকে আরো ২টি ইউনিট খুব দ্রুত যুক্ত হচ্ছে।