ড. ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

দেশে এখন
0

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা এসেছেন।

বৈঠকে প্রবেশের আগে মেজর হাফিজ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি।’ এছাড়াও সংস্কারের কিছু বিষয়ে আপত্তি আছে বলেও জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হবে তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দিতে হবে; কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলেই স্থানীয় নির্বাচন করার উদাহরণ নেই।’

অন্যদিকে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংস্কারের বিষয়ে সরকারকে সহযোগিতা করবে জামায়াত’।

এএইচ