বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশানক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এসময় পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মিনহাজুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান , টি আই মো. খুরশিদসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে মধুমতি জোনের অধীনের আটটি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ী, নারায়ণগঞ্জ জেলার অনূর্ধ্ব ১৮ বালক ও বালিকা দলের খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবে।
এদের মধ্য থেকে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলগুলো ঢাকায় বিভাগীয় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।
প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, 'খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে। এ জন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। আমাদের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।'
বক্তারা আরও বলেন, 'কাবাডি আমাদের জাতীয় খেলা। কিন্তু জাতীয় খেলা হলেও অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর তাই এ প্রতিযোগিতার মাধ্যমে আবার ও কাবাডি খেলা শুরু হবে এবং এখান থেকে নিয়মিতভাবে এই খেলা গুলো আবার শুরু হবে । সর্বোপরি এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে।'