'আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসকে জঙ্গি নেতা বানাতে মিলিয়ন ডলার খরচ করছে হাসিনার অলিগার্করা'

রাজনীতি
দেশে এখন
0

আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসকে জঙ্গি নেতা বানাতে ভারতে বসে পতিত হাসিনার অলিগার্করা মিলিয়ন ডলার খরচ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মত ফ্যাসিস্টের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় গণমাধ্যম।

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আঁকা দেয়ালচিত্র বিষয়ক বই ‘দ্রোহের গ্রাফিতি: চব্বিশের গণঅভ্যুত্থান’- এর প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তারা। এদিকে, এক নাগরিক সভায় দেশ খারাপের দিকে যাচ্ছে শঙ্কা প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যতদ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন।

শনিবার সকালে প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আঁকা দেয়ালচিত্র বিষয়ক বই ‘দ্রোহের গ্রাফিতি: চব্বিশের গণঅভ্যুত্থান’- এর প্রকাশনা উৎসব। যেখানে আলোচনায় আসে অভ্যুত্থানবিরোধী অপচেষ্টার কথা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিকভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পতিত হাসিনার অলিগার্করা মিলিয়ন ডলার খরচ করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী প্রপাগাণ্ডা রোধে জুলাই-আগস্ট অভ্যুত্থানের গ্রাফিতির বই অবদান রাখবে। গবেষণার মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ফুটিয়ে তুলতে হবে।’

প্রেস সচিব বলেন, ‘আওয়ামী জুলুম অত্যাচারের ঘটনা উল্টাতে অপচেষ্টা করছে পতিতরা, যেখানে ভূমিকা রাখছে ভারতীয় গণমাধ্যম।’

এক'ই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য পার্শ্ববর্তী দেশের কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আইনকানুন-নিয়মনীতির লঙ্ঘন করে ভারতে বসে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘যেকোনো আন্দোলনে প্রভাব বিস্তার করেন সাংস্কৃতিক আয়োজনগুলো। যা মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে স্পষ্ট। বিশ্বের সকল বিপ্লব বেঁচে থাকে সাংস্কৃতিক প্রাণের স্পন্দনে। নাচ, গান, আবৃত্তি, চিত্রায়িতসহ নানান উপাদানে বহন হয় সংগ্রামের কথা। ’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সমালোচনা করবো কিন্তু অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হতে দেয়া যাবে না।’

এদিকে, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, স্থিতিশীলতা জোরদারে দেশে যতদ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দীর্ঘ ১৬ ১৭ বছর আওয়ামী লীগ জনগণের সকল অধিকার কেড়েছে। বাংলাদেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেয়া এই সরকারের দায়িত্ব। সেই রোড ম্যাপ জনগণ পায় নি।’

এসময়, ভবিষ্যতে গণতন্ত্রের লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুতি নিতেও আহবান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

এএইচ