শাহবাগে শহীদ পরিবারের অবস্থান, গণহত্যার বিচারের দাবি

দেশে এখন
0

জুলাই বিপ্লবে সংগঠিত আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে পরিবারগুলো জানায়, জুলাই-আগস্ট গণহত্যার ৬ মাস পার হলেও এখনো অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসা হয়নি।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সরকারে জায়গা করে নেয়ায় বিচারে বিলম্ব হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গণহত্যার দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা।

এসময় দ্রুত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার কথা জানান তারা।

ইএ