রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

দেশে এখন
0

রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী-অর্চনাসহ সরস্বতী দেবীর আরাধনা।

রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী-অর্চনাসহ সরস্বতী দেবীর আরাধনা।

দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা-মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতেখড়ি দিতে।

শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলসহ জ্ঞান অর্জনের জন্য। মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর কাছে তাই ভক্তদের প্রার্থনা দু'হাত ভরে।

এই শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী, শ্রীপঞ্চমী, সরস্বতী পঞ্চমী, ঋষি পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে, ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না।

ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন 'সরস্বতী'।

ইএ