সিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

এখন জনপদে
দেশে এখন
0

সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম, তার স্ত্রী সুমনা ও শফিকুলের ছোটবোন লাকী।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে কামারখন্দের বড়ধুলে নানা শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাঐতারা নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই শফিকুল, তার স্ত্রী ও বোন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ভ্যান চালক সহ আরও চার জন। পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ মর্গে রয়েছে আর আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএস