তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবরোধ-গণঅনশন

শিক্ষা
দেশে এখন
0

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করাসহ ৭ দফা দাবিতে কলেজের সামনের রাস্তা অবরোধ ও গণঅনশন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এসময় আমতলী থেকে গুলশান-১ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকাল থেকে অবস্থান নেয়ায় কলেজের সামনের সড়কের দুই পাশে আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টা থেকে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে।

রাস্তা বন্ধ করে আন্দোলন করার বিষয়ে সংবাদ সম্মেলনে করে শিক্ষার্থীরা জানায়, আন্দোলন নিয়ে কলেজ প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় কলেজ গেট থেকে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন তারা।

আন্দোলনকারীদের একজন বলেন, ‘প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করে নাই। গতকাল তাকে বলেছিলাম আপনি আমাদের কর্তৃপক্ষ। আপনার উপরে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে রাষ্ট্রকে জানান যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। সে তা করে নাই উল্টো আমাদের দেখে মস্করা করছে।’

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করাসহ ৭ দফা দাবি জানায় তিতুমীর ঐক্যের পক্ষ থেকে।

অপরদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এসময় সাধারণ মানুষের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তিতুমীরের শিক্ষার্থীরা।

অনেকেই লম্বা পথ পাড়ি দিয়ে হেঁটেই পৌঁছেছেন গন্তব্যে। সবার দাবি আদায়ে স্থান যেন সড়ক না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধও জানান কেউ কেউ।

ইএ