আজ (বুধবার, ২৯ জানুয়ারি) দুপুরে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মহাপরিচালক জানান, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
এরই মধ্যে থানা নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদেরকে আটকে করে আদালতে তোলা হচ্ছে। বাকি ৯ জন অজ্ঞাত আসামি।
মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয় পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কোনো কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।