৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, 'আমরা এই মাত্র খবর পেয়ে ৮ জনের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয় সূত্রে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুজন নারী ও তিনজন শিশু।’
পুলিশ ও স্থানীয়দের সুত্র জানায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের মদনাকান্দা গ্রামে যাচ্ছিল। ঈদের কারণে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। নৌকাটি বৌলাই নদ হয়ে মদনাকান্দা গ্রামের পাশে এসে তীরে ভেড়ার পূর্বে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও ওই নারী ও শিশুরা উঠতে পারেনি। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।