জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক

দেশে এখন
0

দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাক হয়েছে। 'সাইবার ফোর্স সনাতনী' নামের হ্যাকারদের একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে।

আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) বিকেলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা ওয়েবসাইটে লিখেছেন, 'হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী'।

এ ছাড়াও হিন্দু এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা করার বার্তা দিয়েছে হ্যাকাররা। সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়েছে তারা।

হ্যাকাররা লিখেছে, 'সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। বলে দিচ্ছি, সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। হিন্দুদের অপমান বন্ধ করতে চাই।'

এসএস