আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে জড়ো হন শিক্ষকরা।
তারা বলেন, স্নাতক শেষ করার পরেও ১৩তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি অন্যান্য চাকরিজীবীরা দশম গ্রেড পাচ্ছে যা অমর্যদার সামিল বলে দাবি করেন শিক্ষকরা।
তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। শিক্ষক সমাবেশে হাজির হয়ে তাদের দাবিকে ন্যায্য বলে সংহতি জানান বিএনপি, গণঅধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
এরপর, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকেরা।
শাহবাগে পুলিশি বাধার মুখে সাত সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যমুনায় যান।