আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বিকেলে মার্চ ফর ইউনিটি ও জাস্টিস নাম করণের এই সমাবেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়ে বলেন, সংস্কার স্থায়ী করতে হলে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।
যারা রাজনীতি থেকে জীবিকা নির্বাহ করে তারা সংস্কার চাইবে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।
অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোদ্ধা। তাদের যোগ্য সম্মান দিতে হবে।
২০২৪ এর ইতিহাস মুছে ফেলার চক্রান্ত চলছে বলেও সমাবেশ থেকে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দ্রুত ২০২৪ এর গণহত্যার বিচারের দাবি তোলেন তারা।