আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) দুইটি নৌরুটেই ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় নৌপথে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় দুটি নৌরুটে দুইটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।
উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুইটি রুটেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পাড় করা হচ্ছে।
তিনি আরো বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১০টি ফেরি ও আরিচা-কাজিরহাট রুটে ছয়টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।