গতকাল দৈনিক পত্রিকাটির কার্যালয় হঠাৎ বন্ধ করে দেয়ায় সংবাদ সম্মেলন ডাকেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
পত্রিকাটির প্রধান প্রতিবেদক খোন্দকার কাওসার হোসেন বলেন,‘কর্মীদের সাথে আলোচনা না করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। কুচক্রী মহলের ষড়যন্ত্রে মালিক পক্ষের এই সিদ্ধান্ত অমানবিক।’ দীর্ঘদিন ওয়েজ বোর্ডের আওতায় না আনারও অভিযোগ তোলেন তারা। এই সিদ্ধান্তের ফলে ১ হাজার কর্মী বেকার হয়েছেন বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পত্রিকাটির সকল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।