রাজনীতি
0

‘স্বৈরাচারের জুলুম নির্যাতন নিপীড়নের কথা রাখতে হবে ঘোষণাপত্রে’

জুলাই-আগস্টের শুরু ৩৬ দিন নয়, বরং বিগত ১৬ বছরে স্বৈরাচারের জুলুম নির্যাতন নিপীড়নের কথা রাখতে হবে ঘোষণাপত্রে। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সংলাপে আমন্ত্রণ না পাওয়াকে বৈষম্যমূলক আচরণ বলছেন ১২ দলীয় জোট।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে জামান টাওয়ারে ১২ দলীয় জোটের সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন।

এতে আশাহত হবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘোষণাপত্র দিতে হলে জুলাই আগস্টের শুরু ৩৬ দিন নয়, বরং বিগত ১৬ বছরে স্বৈরাচারের জুলুম নির্যাতন নিপীড়নের কথা রাখতে হবে ঘোষণাপত্রে।’

তিনি আরো বলেন, ‘যদি ৩৬ দিনের কোনো স্বীকৃতি দেয়া হয় তাহলে ‘প্রোক্লেমেশন’ নয়, গণ-অভ্যুত্থান নিয়ে একটা ‘ডিক্লারেশন’ বা ‘ঘোষণা’ আসতে পারে।

এএম