তিনি বলেন, ‘আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে। ফেব্রুয়ারির শুরুতেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা করছে সরকার।’
বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবে।’
বৈঠকে উন্নয়ন এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন দূতাবাসের নতুন চার্জ ডি'অ্যাফেয়ার্স।