আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদের জমানায় শিকারি সাংবাদিকতা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
আর চিন্তক ও গবেষক ড. সলিমুল্লাহ খান বলেন, 'ফ্যাসিবাদ এখন সর্বত্র চলমান তাই সবাইকে সতর্ক থাকতে হবে।'
এছাড়াও ব্যবসায়ী, রাষ্ট্র একসাথে হলে এবং তার সাথে শিকারি সাংবাদিকতা যুক্ত হলে ভয়াবহ অবস্থা রূপ নেয় বলেও জানান বক্তারা।
রাষ্ট্রের উত্থান বা পতনের উপর সাংবাদিকতা জড়িত বলেও মন্তব্য করেন বক্তারা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন।