বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা বিভাগের আয়োজনে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল স্তরের মানুষ।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানকে ধারণ করে গাজির পট, বাঘ, হাতের মুষ্টি, জোড়া পাখিসহ নানা মোটিভ ছিল এবারের শোভাযাত্রার অনুষঙ্গ।
তার সাথে ছিল বাঙালির লোকজ ঐতিহ্যের মনোমুগ্ধকর বহিঃপ্রকাশ। ঢাক-ঢোল, একতারা, আর কণ্ঠে ছিল বাংলার লোকগান। শিক্ষার্থীরা নেচে গেয়ে, রং ছড়িয়ে উদযাপন করে পহেলা বৈশাখের উচ্ছ্বাস।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা পদক্ষেপ।