তিনি বলেন, ‘দলের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।’
সাংবাদিক শহিদুল আলম বলেন, ‘জেল বন্দি বিডিআর সদস্যদের সাথে অনেক প্রহসন করা হয়েছে।’
তিনি জানান, সরকারের নিপীড়নের কারণে আগে এসব কথা জানলেও বলতে পারেনি। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সকল বিডিআর জোয়ানকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে সাজাপ্রাপ্ত ১৮ হাজার ৫১৯ জন বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
তদন্ত কমিশনের প্রজ্ঞাপন থেকে ‘ব্যতীত’ শব্দ ও ঙ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারসহ ন্যায়বিচার পরিপন্থি কোনো শর্ত তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে মেনে নেয়া হবে না।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চায় জনগণ। আর শেখ হাসিনার আমলে যারা অন্যায়ভাবে সাজা পেয়েছে তাদের মুক্তি পাওয়ার অধিকার রয়েছে।’