দেশে এখন
0

নিরাপদ খাদ্য ও বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই : রিজওয়ানা হাসান

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (রোববার, ১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই।’ এছাড়াও, ছাদ বাগান নির্মাণে স্থানীয় সরকারের সহযোগিতা কামনা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

এএইচ