দেশে এখন
0

বিএনপির সাবেক এমপি এস এ খালেক মারা গেছেন

অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১৪ (তৎকালীন-ঢাকা ১১) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন। আজ (রোববার, ৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এস এ খালেক দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে ভুগছিলেন। সবশেষ গত বুধবার (১ জানুয়ারি) তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।

আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, নিহতের প্রথম জানাজা কাল (সোমবার) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এর পর দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় দফায় জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদের পারিবারিক করবস্থানে এস এ খালেককে দাফন করা হবে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এস এ খালেক। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬ সালে ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ জাতীয় নির্বাচনের পূর্বে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এসএস