আজ (রোববার, ৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল সীমান্ত পিলার ১১৬১ এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের বাজার গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সড়কের উপর একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ট্রাক জব্দ করা গেলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিল সহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।