আজ (শনিবার, ৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান কাসেমী।
এসময় তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের ধরতে সরকার গড়িমসি করছে।’
এসময় সাদপন্থীদের কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধের দাবি তোলা হয়। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ২৫ জানুয়ারির সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলেও জানান মাওলানা নাজমুল হাসান।
একই দাবিতে ২৫ জানুয়ারি সমাবেশেরও ঘোষণা দিয়েছে জুবায়ের অনুসারীরা।