‘অন্তর্বর্তী সরকার কিছুদিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে’

0

জুলাই গণঅভ্যুত্থানের আলোকে ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার এমনটি জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।’

প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।’

অন্যদিকে সরকারের এ সিদ্ধান্তের পর জরুরি আলোচনায় বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত সময়ের মধ্যে আগামীকালের কর্মসূচির বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!