তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘সচিবালয়ে ৩ হাজারের বেশি সাংবাদিকদের নাম সর্বস্ব ভুয়া পাশ পুনর্মূল্যায়ন করা হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে এবং নতুন করে সীমিত সংখ্যক পাশ ইস্যু করা হবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এই পাশ ইস্যু করবে।’
গত বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সাময়িক বিধিনিষেধ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।