সাত মাসেও শুরু হয়নি হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের মেরামত কাজ
চলতি বছর বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে বড় ধরনের ভাঙন দেখা দেয়। কিন্তু দীর্ঘ ৭ মাসেও বাঁধটি মেরামত করা হয়নি। এতে স্থানীয়দের চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি চলতি বোরো মৌসুমে আগাম বন্যায় ফসলহানির শঙ্কায় রয়েছেন হাজারো কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে মেরামত কাজ।