শহিদুল ইসলাম জলসুখা বাজারের বিকাশ এজেন্টের লেনদেন শেষে নোয়াগড় বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে চার যুবক তাকে আটকে দুই হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা ছয় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন শহিদুল।
স্থানীয় দুই শিশু তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা গিয়ে শহিদুলকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে একই সময় সুনামগঞ্জের শাল্লার নাসিরপুরের রকি মিয়া মোটরসাইকেলযোগে হবিগঞ্জ থেকে ফেরার পথে ওই স্থানে আসেন। দুর্বৃত্তরা তাকেও আটকানোর চেষ্টা করে। তবে তিনি বাইকের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যান।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, শহিদুলের দুই হাতে ও পায়ে মোট আটটি ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাসান বলেন, 'খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'