দেশে এখন
0

‘মানবাধিকার, ন্যায়বিচার ও স্থিতিশীলের পথ সুগমে কাজ করছে অন্তর্বর্তী সরকার’

দেশে মানবাধিকার, ন্যায়বিচার ও স্থিতিশীলতার পথ সুগম করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

জুলাই গণ-অভ্যুত্থান দেশের অস্তিত্বে নতুন মাত্রা যোগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের আন্দোলন ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে।’

এর আগে প্রথমবারের মতো কূটনীতি বিষয়ক প্রতিবেদন নিয়ে অ্যাওয়ার্ড আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। যেখানে ডিজিটাল, প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন, তিনটি আলাদা ক্যাটাগরিতে তিনজন প্রতিবেদককে সেরা নির্বাচিত করা হয়।

এএম