দেশে এখন
0

শীতার্তদের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রহ্মপুত্রের চর এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। —আইএসপিআর

ইএ