জরুরি সহায়তায় মিয়ানমারের উদ্দেশে নৌবাহিনীর জাহাজ

জরুরী সহায়তায় মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ | Ekhon Tv
0

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে নৌবাহিনীর একটি দল। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের নৌঘাঁটি থেকে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে জরুরি সহায়তা নিয়ে রওনা দেয় দলটি।

নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ত্রাণের জাহাজ কেবল মানবিক সহায়তা নয়, মিয়ানমারে পৌঁছে দিবে কূটনৈতিক শিষ্টাচারের বার্তা। ইতিবাচক ভূমিকা রাখবে রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে।

নৌবাহিনীর টহল জাহাজ সমুদ্র অভিযান দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা দিয়েছে মিয়ানমারের উদ্দেশে। প্রধান উপদেষ্টার নির্দেশে ১২০ টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ১৭৬ জনের এই দল চট্টগ্রাম নৌ ঘাটি ছেড়ে যায় সকাল সাড়ে ১০ টায়। অতীতেও মানবতা ও কূটনৈতিক শিষ্টাচারের এ নজির বারবার দেখিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরো সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্রবাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌ বাহিনী যুদ্ধজাহাজ জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে।’

নৌবাহিনী কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে জাহাজটি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনো খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, এক টন ওষুধ, নয় টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী।

রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য, নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চট্টগ্রাম নৌ ঘাটি থেকে জাহাজটিকে বিদায় জানান বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনীর প্রধানের আশা, এই কার্যক্রম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকট দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বাড়াবে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র।

নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এ সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের সহায়তা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে।’

ত্রাণ বিতরণ শেষে ৪৮ ঘণ্টা পর জাহাজটি দেশে ফিরে আসবে।

এসএইচ