দেশে এখন
0

'তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার'

তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে। কিন্তু এ সরকারের আমলে সারাদেশে সমানভাবে উন্নয়ন হবে।’

উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ অঞ্চলে স্থলবন্দর, কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি।’

এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্যপ্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ।

এই সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় দুই হাজার করে শীতবস্ত্র বিতরণ করছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা।

ইএ