যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধতা ও নীতিসংক্রান্ত দল কর্মকর্তা স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করেন।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৪০০ কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে।
অভিযোগের তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও। বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকনোমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া।