শীতের মাঝে এই বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
বরিশালে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এখন পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।
সাতক্ষীরা ও বরগুনাতেও বৃষ্টির প্রভাবে তীব্র হয়েছে শীত। কমেছে শ্রমজীবীদের আয়। এদিকে ধান কাটা শেষ হওয়ার আগে বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আছেন আমন চাষিরা।
নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর কিছুটা উত্তাল। মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও কমেছে তাপমাত্রা।
সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।