দেশে এখন
0

টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ইজতেমা ময়দানের সব প্রবেশ পথে সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

ময়দানের আশপাশের সড়কে সীমিত রয়েছে যান চলাচল। স্থানীয় বাসিন্দা ছাড়া বহিরাগত জনসাধারণকে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে জেরার মুখে পড়তে হচ্ছে।

এদিকে ইজতেমা ময়দানের ভেতরের বিভিন্ন গুদামে তাবলিগের মূল্যবান মালামাল পাহারায় মাওলানা জুবায়েরের অনুসারী অবস্থান করছেন।

এর আগে ইজতেমা ময়দানের সামগ্রিক চিত্র পরিদর্শনে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জানান, সংঘর্ষে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এএম