আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) মধ্যরাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল রাত আড়াইটা থেকে সাময়িক বন্ধ রাখে।
উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত আড়াইটা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।'