এ সময় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন,‘দেশের প্রয়োজনে ৭১ এর মতো আবার রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল, মৎস্যভবন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি জমা দেয় সংগঠনটি। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এর আগে সাবেক সেনা কর্মকর্তারাও প্রতিবাদ করেছে।
সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা বলেন, ‘সেই একাত্তরের প্রথম প্রহরে পুলিশ যেভাবে রাজাবাগ থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল, দরকার হলে আমরা আবার রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’
এম আকবর আলী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে একজন বিতাড়িত ব্যক্তি রয়েছে, তাদের নির্দেশনায় ও প্ররোচনায় দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার হীন চেষ্টা করে যাচ্ছে।’