দেশে এখন
0

মানবাধিকার দিবস উপলক্ষ্যে জুলাই ওয়ারিয়র্সের র‌্যালি অনুষ্ঠিত

মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতে জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে সংগঠনটির আয়োজিত র‌্যালিতে তিনি এ কথা বলেন।

সমন্বয়ক হাসনাতকে দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইমের মা। ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আদরের সন্তান। যোগাযোগের অভাবে শহীদ হিসেবে সাইমের নাম সরকারী নথিতে লিপিবদ্ধ না হওয়ার যন্ত্রণার কথাও জানান হাসনাতকে। একই সঙ্গে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাইমের মা।

আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) দুপুর ১২টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। হাত পা চোখ হারানোদের সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা অ্যাম্বুলেন্সে করে যোগ দেয় শাহবাগে। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্গনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্য দিয়ে।

আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) দুপুর ১টায় আহতদের বড় অংশ রিকশায় এবং অন্যান্যরা পায়ে হেটে র‌্যালিতে অংশ নেয়। রাজপথে রক্ত দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও। তারা জানান, আহতরা নিজেই সংগঠন প্রতিষ্ঠা করে তাদের বিরুদ্ধে নির্মম নির্যাতনের কথা বলবে বিশ্ববাসীকে।

শুধু জুলাই বিপ্লব নয়, বিগত ১৫ বছরে শহীদ পরিবার, গুম নির্যাতন ও আহতদের সবাই এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবে বলে আশাবাদ বিক্ষোভকারীদের।

এএম