রাজনীতি
দেশে এখন
0

বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না: পররাষ্ট্র সচিব

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে

অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ অন্য কারো হস্তক্ষেপ চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

মো. জসীম উদ্দিন বলেন, ‘ভারতের সাথে অনিসম্পন্ন বিষয়গুলোর সমাধান চায় বাংলাদেশ। এছাড়াও সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘ভারতকে বলা হয়েছে, শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য গুলো দিচ্ছে তা বাংলাদেশ পছন্দ করছে না। সেটা তাকে জানিয়ে দিতে বলা হয়েছে। তারা সেটা নোট নিয়েছেন। তবে ভারত বলেছে শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না।’

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারতের সাথে বোঝাপড়ায় গ্যাপ তৈরি হয়েছে। আজকের বৈঠকে সেই গ্যাপ পূরণ হবে আশা করি।’

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত বলেছে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এছাড়াও সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বলা হয়েছে। শুন্যে নামিয়ে আনতে বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি করতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশকে বন্যার পূর্বাভাস জানাতে হবে। পণ্য আমদানি রপ্তানি নিরবচ্ছিন্ন করার আহ্বানও জানানো হয়েছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। একইসঙ্গে ভিসা প্রাপ্তি সহজ করতে বলা হয়েছে।’

এএইচ